Sunday, April 13, 2025

বৈঠকে বসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আসতে পারে নতুন কর্মসূচি

আরও পড়ুন

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণে বৈঠকে বসছে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রূপায়ন টাওয়ারে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সমন্বয়ক হাসিব আল ইসলামের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, কেবল ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক এ সভায় যোগ দেবেন। কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও সেখানে আলোচনা হবে।

আরও পড়ুনঃ  বিয়ে ছাড়াই বাবা হওয়ার ইচ্ছে সাল*মান খানের

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলকে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে সংগঠনে। আন্দোলনের সমন্বয়কদের তিনজন মন্ত্রীর মর্যাদায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব হিসেবে রয়েছেন আরিফ সোহেল

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ