Saturday, April 19, 2025

মুজিববাদী বলে যারা নিজেদের পরিচয় দেন, তারা মুর্খ এবং আত্মমর্যাদাহীন : হাসনাত আব্দুল্লাহ

আরও পড়ুন

ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহরোববার (১০ নভেম্বর) সকালে ১৬ মিনিটের লাইভে তিনি আরও বলেন, ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে।

ওদের কমেন্টের প্যাটার্ন দেখলে যে কেউ বুঝবে ওরা মুর্খ। ওরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যে একটা কমেন্ট লিখবে সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের আগে বিএনপিকে লক্ষ্য করে সার্কাজম করতেন যে, বিদেশে বসে কিছু হবে না।

আরও পড়ুনঃ  ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ে জামায়াত, যেকোনো দলের সঙ্গে জোটের প্রস্তুতি

আবার বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না। তো আজকে আপনারা বিদেশে কেন? আপনারাও দেখা দেন, একটা মিনিটের জন্য একটু দেখা দেন। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই।

দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। অপনারা কোথায় আছেন?লাইভে তিনি আরও বলেন, হারপিক মজুমদার না কি যেন নাম, উনি উপদেষ্টাদের নামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা করেছেন।

আরও পড়ুনঃ  ২ বার রমজান ও ৩টি ঈদ হবে যে বছর

আবার বলছেন, তাদের সঙ্গে নাকি জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেনো পালিয়ে গেলো? মুর্খের দল কিছুই বোঝে না।

ওদের কোনো আত্মমর্যাদা নেই।হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগসহ মুজিববাদী বলে যারা নিজেদের পরিচয় দেন, তারা মুর্খ এবং আত্মমর্যাদাহীন।

তাদের ন্যূনতম পড়াশোনাটাও নেই। ওরা বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সব কিছুতেই ওরা দেউলিয়া। তারা এখন বিদেশে বসে বসে ষড়যন্ত্রের চেষ্টা করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ