Sunday, April 13, 2025

বাংলাদেশি রুহেলকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার দেবে এফবিআই

আরও পড়ুন

এক বাংলাদেশিকে খুঁজছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এরইমধ্যে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে তারা। ওয়েবসাইটে এ বিষয়ে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে—যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন ও মুক্তিপণ দাবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে খুঁজছে তারা।

‘ওয়ানটেড বাই দ্য এফবিআই’ শিরোনামে ওই পোস্টারে বলা হয়েছে, তারা যাকে খুঁজছে তার নাম রুহেল চৌধুরী (৩৪)। জন্ম বাংলাদেশে। নিউইয়র্কের কুইন্স এলাকায় গত বছরের ২৭ মার্চ ও ১১ মে দুটি অপহরণের ঘটনায় তিনি ও তার সঙ্গীরা জড়িত থাকার অভিযোগে সংস্থাটি তাদের খুঁজছে।

আরও পড়ুনঃ  বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দিল ছাত্রলীগ

আরও বলা হয়, ওই দুই দিন রাস্তা থেকে অপহরণের পর ভুক্তভোগীদের সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করা হয়েছিল। তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং মাদক নিতে বাধ্য করা হয়। অপহরণের শিকার একজনকে মুক্তিপণের দাবিতে আটকে রেখে যৌন নির্যাতনও করা হয়েছিল। অপহরণের সময় যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো রুহেল চৌধুরী সরবরাহ করেছিলেন এবং চালিয়েছিলেন। তিনি অপহরণের শিকার ব্যক্তিদের ওপর নির্যাতন চালিয়েছিলেন এবং তাদের হুমকিও দিয়েছিলেন। রুহেলের বিরুদ্ধে অপহরণের দুটি ও অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার দুটি অভিযোগ আনা হয়। পরে গত ৯ জানুয়ারি রুহেলকে নিউইয়র্কের একটি আদালতে অভিযুক্ত করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুনঃ  শাস্তি পেতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণে জড়িত কর্মকর্তা

রুহেলকে গ্রেপ্তারে সহায়তার জন্য ২০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়ে এফবিআই বলেছে, কুইন্সের হোলিস, কুইন্স ভিলেজ ও জ্যামাইকা এলাকার সঙ্গে রুহেলের সংশ্লিষ্টতা রয়েছে। তার খোঁজ পেলে স্থানীয় এফবিআই কার্যালয় বা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ