Sunday, April 13, 2025

আব্দুল্লাহর দিকে টানা তিনটি গুলি করে বিএসএফ, নিয়ে গেছে লাশ!

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল্লাহ (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১২ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

নিহত আব্দুল্লাহ নারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে বাংলাদেশ সীমান্তে থাকা আব্দুল্লাহকে গুলি করে বিএসএফ সদস্যরা। এতে সে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাত দিয়ে নায়ায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম বলেন, বিএসএফ আব্দুল্লাহকে লক্ষ্য করে তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সীমান্তের জিরো পয়েন্টে এসে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি নিহত আব্দুল্লাহর পরিবারের সদস্যরা।

মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান। তিনি বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ