Sunday, April 13, 2025

গরমে ঠান্ডা শরবত বিতরণ করার সময় জামায়াত নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

ঠান্ডা শরবত বিতরণ করতে গিয়ে নজরুল ইসলাম (৫০) নামে জামায়াত ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ মে) বেলা ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার চারতলা জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বাগআঁচড়া মোল্লা পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও ১নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি।

জানা গেছে, গত কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে সারাদেশের মতো যশোরের শার্শা-বেনাপোলেও বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর এই দাবদাহে জনজীবনে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথচারিসহ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ করছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া শাখার কয়েকজন নেতা-কর্মী। এ সময় পুলিশ এসে জামায়াত নেতা নজরুলকে গ্রেপ্তার করে শার্শা থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ খবর পেয়ে শরবত বিতরণ করার সময় গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ