Sunday, April 13, 2025

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ২ বাংলাদেশি নিহত

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাফেলো এলাকায় গোলাগুলিতে ২ বাংলাদেশি নিহত। শনিবার (২৭ এপ্রিল) বাফেলোর পূর্বাঞ্চলে ঘটে এ ঘটনা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বাফেলোর গণমাধ্যম ডাব্লিউজিআরযি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাফেলোর পূর্বাঞ্চলের জিনার রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ১২ টা ৩০ মিনিটে হামলাকারী একটি বাড়ির ভেতর থেকে অতর্কিত বন্দুক হামলা চালায়। নিহতদের একজনের নাম বাবুল এবং অন্যজন ইউসুফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় স্পেশাল ফোর্স সোয়াট।

আরও পড়ুনঃ  মেয়েকে হত্যার পর মা-বাবার আত্মহত্যার চেষ্টা

নিহত বাবুল কিছুদিন আগেই ভার্জিনিয়া থেকে এসেছিলেন বাফেলোতে। অন্যদিকে, বাংলাদেশ থেকে আসেন ইউসুফ। তাদের মধ্যে একজনের বাড়ি কানাইঘাট এবং অন্য জনের বাড়ি কুমিল্লাতে ।

ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তা। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে কিছু নিশ্চিত করেনি পুলিশ। তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। এ ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ছড়িয়ে ক্ষোভ। ডাক দেয়া হয়েছে প্রতিবাদ সমাবেশের।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ