Sunday, April 13, 2025

নির্বাচনে অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

আরও পড়ুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলে পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত

আরও পড়ুনঃ
জনগণ আন্দোলনে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকারের ‘ভয়াবহ দুঃশাসন’ প্রতিরোধে জনগণ আন্দোলনে আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে—এই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। তাই জনগণ এই শাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ বক্তব্য দেন। বিবৃতিতে মির্জা ফখরুল দলের নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ করেন।

আরও পড়ুনঃ  ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’ : তারেক রহমান

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানো হয় আজ। এ ছাড়া আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গসংগঠনের ২৭ নেতা–কর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনাগুলো তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা–কর্মীদের মামলা দিয়ে কারান্তরিণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। এটি আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ।

আরও পড়ুনঃ  যে চার কারণে পিছু হটল জামায়াত

বিবৃতিতে মির্জা ফখরুল দলের এই নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তি ও সব মামলা বাতিলের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ