Sunday, April 20, 2025

হঠাৎ করে যে কারণে ইফতার মাহফিল স্থগিত করল বিএনপি

আরও পড়ুন

রাজনীতিকদের সম্মানে অনুষ্ঠেয় ইফতার মাহফিল স্থগিত করেছে বিএনপি। আগামীকাল রবিবার রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ইফতার মাহফিলের সহস্রাধিক নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।

তবে বিএনপির পক্ষ থেকে ইফতার অনুষ্ঠান স্থগিত করার কারণ জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলীয় এবং আমন্ত্রিত অতিথি মিলে এর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তাতে লেডিস ক্লাবে ধারণক্ষমতার বাইরে চলে গেছে। এখন আরেকটু গুছিয়ে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সংখ্যা কমিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ  যে কারণে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন শায়খ আহমাদুল্লাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হয়তো ইমার্জেন্সি (জরুরি) কিছু হয়েছে। নিশ্চয়ই নতুন তারিখ ঠিক করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ