Sunday, April 13, 2025

সারজিসের পরিবার ও ছাত্র°লীগ করা নিয়ে রাব্বানীর স্ট্যাটাস

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের পরিবার এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

রোববার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া পোস্টে রাব্বানী লিখেছেন, ‘সমন্বয়ক সারজিস আলমের বাবা মোঃ আক্তারুজ্জামান সাজু পঞ্চগড়ের আলোয়াখোয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।’

আরও পড়ুনঃ  ‘ভাগিনাকে বাঁচাতে গিয়ে আমার ভাই লাশ হয়েছে’

সারজিস ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সারজিস ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত। হল ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে পদের জন্য ব্যাপক লবিং তদবির করেছে।

উদ্ভূত পরিস্থিতি না এলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির নিজ এলাকার ও আওয়ামী পরিবারের ছেলে হিসেবে আর বঙ্গবন্ধুকে নিয়ে আবেগঘন বক্তব্যে বিমোহিত করে হয়তো একসময় অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি/সেক্রেটারি পদও বাগিয়ে নিতো!’

গোলাম রাব্বানী আরও বলেন, ‘আওয়ামী লীগের তিনটা সাংগঠনিক পদে থাকা পিতার সন্তান যখন বেইমানী করে ৩৬০ ডিগ্রী পল্টি নিয়ে বলে, সে হলে থাকার জন্য বাধ্যতামূলক ছাত্রলীগ করছে, তখন লজ্জাও লজ্জিত হয়। হলে থাকা শিক্ষার্থীদের মাঝে ছাত্ররাজনীতি করে সর্বোচ্চ ১৫-২০%। বাকিরা তাহলে কিভাবে থাকে?’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ