Sunday, April 13, 2025

মায়ের মৃ°ত্যু বার্ষিকীতে আরিফিন শুভ জীবন চলে যাচ্ছে মা, বিশাল শূন্যতা নিয়ে

আরও পড়ুন

এমন মা অন্তঃপ্রাণ নায়ক সচরাচর দেখা যায় না, ঢালিউডে এমন কথা প্রচলন আরিফিন শুভর জন্য। গেল বছর আজকের দিনে (২৪ জানুয়ারি) সেই মা খাইরুন নেছাকে হারান শুভ।

মায়ের মৃত্যুবার্ষিকীতে শুক্রবার জুমার নামাজের পর আরিফিন শুভ নিজের ফেসবুকে মাকে স্মরণ করে এক এই আবেগী স্ট্যাটাস দিয়েছেন। যেখানে নায়ক লিখেছেন, ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ শে জানুয়ারি আবার ফিরে আসছে…….সময় বড়ই স্বার্থপর……। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে? লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনদিন আমি বোঝাতে পারবো না……আমার জন্য তুমি কি ছিলে এবং আছো!

আরও পড়ুনঃ  পরাজয় মেনে নিলেন শেখ হাসিনা

শুভ আরও লিখেছেন, জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে…… সত্যিই তুমি নেই মা?
নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

গেল বছরের আজকের দিনে (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শুভর মা খাইরুন নেছা ইন্তেকাল করেন।

আরও পড়ুনঃ  ‘সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না’

প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল। সোশ্যাল হ্যান্ডেলের সুবাদে শুভ ভক্তরা তার মায়ের সম্পর্কে ভালোই অবগত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ